কি ভীষণ ঠাণ্ডা!

দিল্লির ধুলো মাখা আকাশ মেঘাচ্ছন্ন, আসলে মেঘ নয় ধুলোর আস্তরণ। বাইরে কনকনে হাওয়া বইছে, আর সেই হাওয়া দরজার নিচ দিয়ে ঢুকে সব ঠাণ্ডা করে দিচ্ছে। পাঁচ মিনিট পরে গরম কফি ঠাণ্ডা হয়ে যাচ্ছে।

বারান্দায় লাগানো পালং শাক শুধু বেপরোয়া হয়ে আকাশের দিকে তাকিয়ে বেড়ে চলেছে। অকালে নয়নতারা ফুল ঝরে পড়ছে। শুধু লেমন গ্রাস আর কারি পাতা সবুজ হয়ে আছে এই শীতে। গরম চিকেন স্যুপের সাধ জাগছে কিন্তু মাছ ভাত খেয়ে ঘুমোবো ভাবলাম। Read More